ভোরের মৃদু সূর্যালোক পড়ে সবুজ খেতের শিশিরবিন্দু চকচক করছে। আজ শুক্রবার ঘড়ির কাঁটা তখন ছয়টা ছুঁই ছুঁই। চারদিক শান্ত, কোলাহলমুক্ত। গ্রাম পুলিশ, পুলিশ ও বিজিবির দল শিশির মাড়িয়ে মাঝিপাড়া গ্রামের বড়করিমপুর এলাকায় টহলে ব্যস্ত। সময় বাড়তে না বাড়তেই কোলাহলে ভরে উঠতে শুরু করে পুরো এলাকা। পোড়া ঘরের ছাই-ময়লা সাফ করে কেউ বসিয়েছেন রান্না। কেউ বা ভাঙা বেড়া, দুমড়েমুচড়ে যাওয়া ঘর মেরামতে ব্যস্ত হয়ে পড়েছেন।